স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজীর মা উম্মে হানি (৮৫) আর বেঁচে নেই।
তিনি ২৮ এপ্রিল রোববার রাত ১টা ১০ মিনিটের সময় তার তৃতীয় ছেলে মোঃ ইমাম হোসেনের বাসায় ইন্তেকাল করিয়াছেন। ( ইন্না লিল্লাহে…………… রাজেউন।)
চাঁদপুর শহরের পাল বাজারের মেসার্স মিজান বাদার্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান গাজীর মা। তিনি মূত্যুকালে ৫ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনী ও বহু আত্বীয় স্বজন রেখে যান। মরহুমার জানাযা সোমবার বাদ জোহর তরপুরচণ্ডী ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের (নিজ বাড়ি) অনুষ্ঠিত হয়।
এতে নামাজের ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওঃ খাজা ওয়ালী উল্লাহ। জানাযার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, তেতুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওঃ হাফিজুর রহমান বিপ্লবী, মরহুমার বড়ো ছেলে মোঃ মিজানুর রহমান গাজী ও ৪র্থ ছেলে চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী। জানাযার নামাজে অংশ নেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, মরহুমার জামাতা মোঃ আবদুর রহমান,
চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী এরশাদ মিয়াজী, যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির সুমন, তরপুরচণ্ডী ইউপির সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মেহেদী হাসান জসিম,
তরপুরচণ্ডী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ স্বপন ডাক্তার, তরপুরচণ্ডী ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ নাজিরুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মোঃ বাকী বিল্লাহ,বাহাদুরপুর দরবার শরীফের খলিফা মাওঃ আবুল বাশার, জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খন্দকার, তেতুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সহ-সভাপতি আবুল বাশার বাচ্চু গাজী,
আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, পৌর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবদুর রহমান তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোক প্রকাশ
এদিকে তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজীর মা উম্মে হানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।