স্টাফ রিপোর্টার : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অ্যাডভোকেট আলহাজ্ব মরহুম মো: তাহের হোসেন রুশদীর স্মরণে আজ ১৪ জুলাই (শনিবার) সকাল ১০টায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
স্থানীয় শাহতলী কামিল মাদ্রাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জিলানী চিশতী কলেজ মিলনায়তনে এ শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজ অধ্যক্ষ ও শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ হারুন অর রশিদ অনুরোধ জানিয়েছেন ।