অ্যাড. মো. তাহের হোসেন রুশদীর অবস্থা আশংকাজনক : দোয়া কামনা

চাঁদপুর খবর রিপোর্ট : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা ও সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীর অবস্থা আশংকাজনক।

এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তিনি হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত। সর্বশেষ গত ২৯ জুন শুক্রবার গুরুত্বর অবস্থায় ঢাকা শমরিতা (প্রা:) হাসপাতালে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

তবে অবস্থার দিন দিনই অবনতি ঘটছে। এর আগে তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা শমরিতা (প্রা:) হাসপাতালে স্থানান্তর ভর্তি করা হয়।

এদিকে তার রোগমুক্তি কামনায় শুক্রবার (২৭ জুন ) সদর উপজেলার শাহতলী এলাকার বিভিন্ন মসজিদে জু’মার নামাজে পর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

বিশেষ করে শাহতলী কামিল মাদ্রাসা জামে মসজিদ, শাহতলী রেল গেট জামে মসজিদ,শাহতলী স্টেশন দরগা জামে মসজিদ ও শাহতলী জিলানী চিশতী কলেজ জামে মসজিদে অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীর আশু রোগমুক্তি কামনায় দোয়া কামনা করা হয়।

একই রকম খবর

Leave a Comment