৪ দিনের সফরে মতলব উত্তর আসছেন ত্রাণ মন্ত্রী মায়া চৌধুরী

মুহা. সাজ্জাদ হোসেন ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ৪ দিনের সফরে আজ ৪ জুলাই (বুধবার) মতলব উত্তরে আসছেন।

বিকেল ৭.৩০ তিনি ঢাকা থেকে মতলব উত্তর উপজেলার মোহনপুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাত ১০.৩০ টায় মোহনপুরস্থ নিজ বাড়িতে উপস্থিত ও রাত্রিযাপন করবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, নিজ বাড়িতে রাত্রিযাপন।
শুক্রবার বিকেল ৩টায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ মায়া বীরবিক্রম সংযোগ সেতু পরিদর্শণ, নিজ বাড়িতে রাত্রি যাপন।

শনিবার সকাল ১১.৩০টায় মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন। সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা ও রাত ১০ টায় ঢাকায় উপস্থিত হবেন।

মঙ্গলবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব এএসএম সহিদুল ইসলাম (মিলন) এর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মন্ত্রীর এ সফরসূচি জানা গেছে।

একই রকম খবর

Leave a Comment