স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি থানার ওসিদ্বয়কে জেলা পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে ।
চাঁদপুর জেলা পুলিশ সুপারের দপ্তর সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিবেন মতলব উত্তর থানার ওসি(তদন্ত) মো. আলমগীর হোসেন এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিবেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম (এলএলবি), যিনি ইতোপূর্বে হাজীগঞ্জ থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।
এদিকে সদ্য বিদায়ী হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাং জাবেদুল ইসলাম এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।