স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ’র নেতৃত্বে এসআই রেজাউল করিম, এএসআই সেলিম মিয়া, এএসআই বশির উদ্দিন মজুমদার, এএসআই দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন কমলাপুর সাকিনস্থ মুনাফ চৌকিদারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী আলমগীর মাঝি (৪০), পিতা- বাদশা মাঝি, সাং- বিশকাটালী(মাঝি বাড়ী), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর। সাইফুল খান (৩২), পিতা- মৃত ইউসুফ খান, সাং-বালিয়া (বালিয়া বাজারের পূর্ব পার্শ্বে), থানা ও জেলা- চাঁদপুর। কাদির বেপারী (৩৫), পিতা- রফিক বেপারী, সাং- বিশকাটালী (বেপারী বাড়ী), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর।
তারেদ কাছ থেকে ১৫ পিস গোলাপি বর্ণের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।