চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরীর দু’মাস যাবত বেতন ভাতা বন্ধ রয়েছে । যার ফলে বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে চতুর্থ শ্রেনীর এ কর্মচারীরা । কি কারণে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে তার কোন সুনিদিষ্ট কারণ জানা যায়নি । স্কুলগুলোকেও জানানো হয়নি ।
তবে সদর উপজেলা শিক্ষা অফিস বলছে এ প্রকল্পে টাকা বরাদ্ধ না থাকার কারণে চাঁদপুর সদরের ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরীর এপ্রিল মাস ও চলতি মে মাসের বেতন ভাতা বন্ধ রয়েছে ।
এ ছাড়াও চাঁদপুর জেলার অন্যান্য উপজেলায় একই অবস্থা বিরাজ করছে । যেসব উপজেলায় প্রকল্পের টাকা শেষ সেখানেই বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে ।
অফিস বলছে , ঈদের আগে বেতন ভাতা হওয়ায় সম্ভাবনা দেখছেন না তারা । নতুন করে বরাদ্ধ আসার পর বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক দপ্তরী কাম প্রহরী দৈনিক চাঁদপুর খবরকে জানান, দুমাস ধরে আমাদের বেতন পাচ্ছি না । আমরা পরিবার পরিজন নিয়ে বেকায়দায় পড়েছি । কি কারণে বেতন ভাতা বন্ধ তার কারণ জানানো হয়নি অফিস থেকে । এখন পবিত্র রমজান ও সামনে ঈদ । এমনিতে দ্রব্যমূল্য বাজারে চলা কষ্টকর । কম বেতনে চাকুরী । তার উপর বেতন না পাওয়ায় আমরা চলতে হিমসিম খেতে হচ্ছে । সরকারের কাছে অনুরোধ ঈদের আগেই যাতে আমাদের বেতন-ভাতা চালু করা হয় ।
এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্বে ) মো: শাহবুদ্দিন দৈনিক চাঁদপুর খবরকে জানান , দপ্তরী-কাম প্রহরীরা বেতন পাচ্ছে না কেন তা আমার জানা নেই । এ ব্যাপারটি উপজেলা শিক্ষা অফিস দেখে । তাদের সাথে যোগাযোগ করেন ।