এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর চাঁদপুর এর পুরাতন দ্বিতল ভবনটি বিদ্যালয় পরিচালনা পরিষদের ২৫/০৪/২০১৯ খ্রি: এর সিদ্ধান্ত মোতাবেক বিক্রির জন্য দরপত্র আহবান করা যাচ্ছে।
আগ্রহী দরদাতাদের আগামী ৪/০৫/২০১৯ ইং তারিখ রোজ শনিবার দুপুর ২ ঘটিকার মধ্যে নিন্মস্বাক্ষর কারীর নিকট দরপত্র ও দরপত্রের সাথে দরপত্র প্রদানের মূল্য এর ১০% পে অর্ডার বাংলাদেশ যে কোন তফসিল ব্যাংক থেকে গ্রহণ করে জমা দিতে হবে।
উল্লেখ্য যে, ঐদিন বিকেল ৩ ঘটিকায় বিদ্যালয়ের অফিস কক্ষে দরপত্র খোলা হবে। সর্বোচ্চ দরপত্র দাতা ০৫/০৫/২০১৯ইং তারিখ থেকে সর্বোচ্চ ত্রিশ (৩০) দিনের মধ্যে সম্পন্ন বিল্ডিং অপসারণ করতে হবে এবং দ্বি-তল ভবনের নীচ তলার পূর্ব দিকের ২১-৪/২৪-৭ পরিমান ভবন (নিচতলার একটি কক্ষ ) অত্র বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ শেষ হওয়া পর্যন্ত থাকবে।
বিঃ দ্রঃ কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে।
নিবেদক,
মোশারফ হোসেন তালুকদার
সভাপতি
বিদ্যালয় পরিচালনা পরিষদ
০১৮১৯১৪৬৭৫৬
০১৮৭৫৩৫৫৮৩৬