দরপত্র আহবান

এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর চাঁদপুর এর পুরাতন দ্বিতল ভবনটি বিদ্যালয় পরিচালনা পরিষদের ২৫/০৪/২০১৯ খ্রি: এর সিদ্ধান্ত মোতাবেক বিক্রির জন্য দরপত্র আহবান করা যাচ্ছে।

আগ্রহী দরদাতাদের আগামী ৪/০৫/২০১৯ ইং তারিখ রোজ শনিবার দুপুর ২ ঘটিকার মধ্যে নিন্মস্বাক্ষর কারীর নিকট দরপত্র ও দরপত্রের সাথে দরপত্র প্রদানের মূল্য এর ১০% পে অর্ডার বাংলাদেশ যে কোন তফসিল ব্যাংক থেকে গ্রহণ করে জমা দিতে হবে।

উল্লেখ্য যে, ঐদিন বিকেল ৩ ঘটিকায় বিদ্যালয়ের অফিস কক্ষে দরপত্র খোলা হবে। সর্বোচ্চ দরপত্র দাতা ০৫/০৫/২০১৯ইং তারিখ থেকে সর্বোচ্চ ত্রিশ (৩০) দিনের মধ্যে সম্পন্ন বিল্ডিং অপসারণ করতে হবে এবং দ্বি-তল ভবনের নীচ তলার পূর্ব দিকের ২১-৪/২৪-৭ পরিমান ভবন (নিচতলার একটি কক্ষ ) অত্র বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ শেষ হওয়া পর্যন্ত থাকবে।

বিঃ দ্রঃ কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে।

নিবেদক,
মোশারফ হোসেন তালুকদার
সভাপতি
বিদ্যালয় পরিচালনা পরিষদ
০১৮১৯১৪৬৭৫৬
০১৮৭৫৩৫৫৮৩৬

একই রকম খবর

Leave a Comment