এম.এ.শাকুর ।। চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ের ভাটেরগাঁও কবিরাজ বাড়ি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদ কবিরাজ (শখু কবিরাজ) গত ৭ই জুলাই সকাল ০৭টা ৩০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজের জানাজা উত্তর পাইকদী হাফেজিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শখু কবিরাজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।