দাসাদী নদীর পাড়ে জমজমাট জুয়ার আসর

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা ৩ নং কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের মেঘনা নদীর পাড়ে জমজমাট জুয়ার আসর বসেছে।
প্রকাশ্যে এই জুয়ার আসর বসায় এলাকাবাসী ও মুসুল্লিরা তীব্র ক্ষোভ প্রতিবাদ জানিয়েছেন।

কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী বাড়ি সংলগ্ন ভাঙ্গা মসজিদ এর কাছে এই জুয়ার আসরে বিভিন্ন জায়গা থেকে আসা জুয়াড়িরা জুয়া খেলায় মেতে উঠেছে।

জুয়ার আসর পরিচালনাকারী জুয়ার আসর পরিচালনাকারী কাউছার মোল্লা,সফু ও ইলিয়াছ চৌধুরী জানান, এলাকার কিছু যুবক সহ তরপুরচন্ডী দিঘীর পাড়ের জুয়াড়িরা এসে এই এলাকায় জুয়ার বোর্ড বসিয়েছে।

এলাকার স্থানীয় লোকজন ও বেশ কয়েকজন মুসুল্লি অভিযোগ করে বলেন, এই ইউনিয়নে এখন জুয়াড়িদের আস্তানায় পরিণত হয়েছে। এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছে। এছাড়া মাদক সেবন ও বিক্রির করে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পবিত্র শবে বরাতের দিন সকাল থেকে ভাঙ্গা মসজিদ এর পাশে জুয়ার তিনটি ভোট বসেছে। সেখানে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হচ্ছে।

এ ব্যাপারে সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী জানায়, এলাকার যুবলীগ ও ছাত্রলীগের কিছু ছেলেরা এই জুয়ার আসর বসিয়েছে। এ বিষয়ে আমার কিছু জানা ছিল না। প্রশাসন বিষয়টি দেখবে।

এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ইনচার্জ নাসিম উদ্দিনের নির্দেশে মডেল থানার এসআই ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাবার পূর্বে জুয়াড়িরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সেখান থেকে আসার পরে আবারো চলে জমজমাট জুয়ার আসর।

এই জুয়াড়িদের নেতৃত্ব জিনি দিচ্ছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে সচেতন মহল দাবি জানান।

একই রকম খবর

Leave a Comment