দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিককে ভ্যান গাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার :  গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ডে জনগনের দেয়া জমি আর বর্তমান সরকারের করা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত দাসেরগাঁও মডেল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা আরো উন্নত করার লক্ষ্যে গর্ভবতী মায়েদের যাতায়াত নিশ্চিত করতে চাঁদপুর সদর উপজেলা পরিষদের বরাদ্দকৃত একটি ভ্যান গাড়ি অত্র ক্লিনিককে উপহার দেওয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার কাছ থেকে রবিবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্যান গাড়িটি গ্রহণ করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন এবং দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের নিয়োগকৃত ভ্যান চালক মো. শাহাদাত হাজীকে ভ্যান গাড়িটি তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে ভ্যান গাড়িটি পেয়ে রবিবার বিকেলে দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের ফেসবুক পেজে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপজেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে একটি পোষ্ট করেন।

উল্লেখ্য, গত পহেলা জুন থেকে এই ক্লিনিকটিকে মডেল ক্লিনিক হিসেবে ঘোষনা করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন।

একই রকম খবর