চাঁদপুরে ৩ দিনব্যাপি মৎস্য মেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার ।। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে চাঁদপুরে শুক্রবার থেকে শুরু হয়েছিলো ৩ দিনব্যাপি মৎস মেলা। রোববার (২২ জুলাই) এ মেলার সফল সমাপ্তি ঘটে।

সমাপনী দিনে মেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান ও মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. বজলুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনিস্টিটিউটের সাবেক অধ্যক্ষ আ খ ম আখতারুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ, হাজিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ২০ জুলাই এই মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। মেলায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা মৎস্য বিভাগ, মৎস গবেষণা ইনিস্টিটিউট, মৎস্য অধিদপ্তর ও বিভিন্ন হ্যাচারির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

একই রকম খবর

Leave a Comment