স্টাফ রিপোর্টার॥ ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত,সেবাইতদের দক্ষতাবৃদ্ধি করণ কার্যক্রম হিন্দু ধর্মীয় কর্লাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী কর্মশালা শনিবার (২৩ জুন) সমাপ্ত হয়েছে।
পুরান বাজার হরিসভা মন্দিরে শেষ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কর্লাণ ট্রাস্ট চট্রগ্রাম আঞ্চলিক প্রক্ষিশণ কর্মকর্তা সুমন চন্দ্র পালের উদ্বোধন কালে সভাপতিত্বে ও সহকারী প্রক্ষিশণ কর্মকর্তা অপু চন্দ্র সরকার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ।
বিশেষ অতিথির সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র, ধর্মীয় গ্রহন্ত ও ব্যাগ তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালা চাঁদপুর জেলার ২৫ জন পুরোহিত,সেবাইত অংশ গ্রহন করেন।