দীপু মনি’র নেতৃত্বে চাঁদপুর জেলা ছাত্রলীগের শোক র‌্যালি

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ শহরের অঙ্গীকার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির নেতৃত্বে হাসান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিশাল শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ছায়াবানী মোড় হয়ে নতুন বাজার ঘুরে জোড় পুকুর পাড় দিয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।

এ সময় র‌্যালিতে আরো অংশ গ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক এড. মজিবুর রহমান ভ‚ইয়া, জেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, আইয়ুব আলী বেপারী, এড. বদিউজ্জামান কিরন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, পৌর আওয়ামী লীগের ভার প্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারন সম্পাদক নাছির গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, কলেজ ছাত্রলীগ ও সকল ইউনিট ছাত্রলীগের নেতা কর্মীরা র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

একই রকম খবর

Leave a Comment