স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপির উদ্যোগে স্মরণকালের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন শুক্রবার চাঁদপুর ক্লাবে এই ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ আসনের এমপি ডা. মোহাম্মদ শামসুল হক ভূইয়া এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু,নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনসহ শিক্ষকম-লী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়াসহ শিক্ষকম-লী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, সাবেক সভাপতিকাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী,সাবেক সভাপতি শাহ মোঃ মাকসুদুল আলম,বর্তমান সাধারণ সম্পাদক মির্জা জাকির ,সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,সহসভাপতি জি এম শাহীন,দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক প্রভাষক আব্দুর রহমান,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন,সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস,চাঁদপুর ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ,সাধারণ সম্পাদক তালহা জুবায়ের ,সহসভাপতি কে এম মাসুদ ,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন আখন্দ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সাহির হোসেন পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাফর ইকবাল মুন্না, এমএ হাসান লিটন, সাবেক ছাত্রনেতা হেলাল হোসাইন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির খান, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামিম, ইমাম হোসেন রাসেল গাজী, আল মামুুন পাটওয়ারী, খান জাহান আলী কালু, ছাত্তার রাঢ়ি, হযরত আলী বেপারী, হাজী কাশেম খান, তাজুল ইসলাম মিয়াজী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আবদুর রহমান গাজী, জেলা কাজী সমিতির সভাপতি মাওঃ ফজলুল কবির পাটওয়ারী, সজীব ওয়াজেদ জয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাইনু আখন্দ, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অজয় সরকার, সাধারণ সম্পাদক ইউছুফ পাটওয়ারীসহ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। এছাড়াও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন |
ইফতার পূর্বক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলার পীরজাতা মাওলানা খাজা মো. জুবায়ের।
ডা. দীপু মনি এমপি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলেই আমি চাঁদপুরের উন্নয়নে কাজ করতে পেরেছি। আগামীতে আমাকে সুযোগ দিলে আপনাদের পাশে থেকে মানুষের সেবা করে যাবো। আজকের এই ইফতার মাহফিলে আপনারা সবাই অতিথি হয়ে এসে আমাকে ধন্য করেছেন। আগামী নির্বাচনে আমারা সবাই মিলে চাঁদপুরের ৫টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।