সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি এমপি চাঁদপুর সদর ও হাইমচর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মপ্রান মুসলমানদের পুরো একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এই দিনে মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করে থাকে। তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সর্বজনীন মানবতার অধারিক কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদুল ফিতর। সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমূখর হয়ে উঠুক শ্রেনী পেশা নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন মঙ্গলময় হোক।