কল্যাণপুরে দুঃস্থ অসহায়দের মাঝে চাল বিতরণ

ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নে দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই মঙ্গলবার দুপুরে কল্যানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে এ চাল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, দেশে এখন আর কোন মানুষ না খেয়ে থাকে না। বরং এখন সবাই উন্নত জীবনমানের চিন্তা করে। দেশে এখন শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধীত হয়েছে। সর্বপরী শেখ হাসিনা সরকারের আমলেই দেশের অভাবনীয় উন্নয়ন হচ্ছে। যা অতীতে কোন সরকারের আমলেই সম্ভব হয়নি। তাই এ উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে আমাদের সবাইকে আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। যাতে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হতে পারে। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনির গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাষ্টার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, যুগ্ম সাধারন সম্পাদক আজিজ খান বাদল।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৭শত জন দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

একই রকম খবর

Leave a Comment