স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদগঞ্জের টিএন্ডটি মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফরিদগঞ্জের ল²ীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে আল আমিন ও কুষ্টিয়া জেলার দৌলতপুরের বদু মোল্লার ছেলে তরিকুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ আবদুর রকিব, ওসি, ফরিদগঞ্জ থানা এর নেতৃত্বে এসআই/ নুরুল ইসলাম, এসআই/ আবদুল আউয়াল ও সংগীয় ফোর্সসহ তাদেরকে আটক করে।
ইয়াবাগুলি তারা বিশেষ কায়দায় শরীরে এবং কিছু ইয়াবা তাহাদের ব্যবহৃত মোটর সাইকেলের তৈলের ট্যাঙ্কিতে বিশেষ কৌশলে রক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের নিকট হতে ১টি মোটর সাইকেলও উদ্ধার করা হয়। আসামীদ্বয় চাঁদপুর জেলার বিভিন্ন থানায় এবং মুন্সিগঞ্জসহ অন্যান্য জেলায়ও সরাসরি কক্সবাজার হইতে ইয়াবা আনিয়া সরবরাহ করে। তারা শীর্ষ ইয়াবা কারবারী/ ডিলার।
চাঁদপুর পুলিশ সুপার এর ফেসবুক আইডি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে,বর্ণিত আসামী মোঃ আমিনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ০৩টি মাদকের মামলা ও চাঁদপুর মডেল থানায় ০১টি মাদকেরসহ মোট ৪টি মামলা রহিয়াছে। বর্ণিত আসামী তরিকুল ইসলামের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানায় ০১টি মাদকের মামলা, ডিএমপি গেন্ডারিয়া থানায় ১টি মাদকের মামলা, ঢাকা রেলওয়ে থানায় ০১টি মাদকের মামলাসহ মোট ০৩টি মাদকের মামলা রহিয়াছে।
এ বিষয়ে গতকাল রবিবার দুপুরে চাঁদপুরে পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন । তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আটককৃতরা ইয়াবাগুলো বিশেষ কৌশলে শরীরে বিভিন্ন স্থানে সংরক্ষিত রাখে। এ সময় তাদের সন্দেহ হলে পুলিশ আল আমিন ও তরিকুলের দেহ এবং মোটারাইকেল তল্লাশী করে ১৬হাজার ইয়াবা জব্দ করে। তারা ইয়াবার ডিলার বলে নিশ্চিত করেন পুলিশ সুপার।