চাঁদপুর খবর রিপোর্ট : আজ শনিবার দুনীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ চাঁদপুর আসছেন । চেয়ারম্যানের একান্ত সচিব মো: মনিরুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত সফরসূচী অনুয়ায়ী আজ ১৮ মে শনিবার সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকার মিন্টো রোডস্থ বাসা থেকে সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন ।
৭টা ২০ মিনিটে লঞ্চে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন । সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত্রিযাপন করবেন । পরে দিন রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুনীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন ।
দুপুর ১২টায় তিনি সাকিট হাউজে থেকে ফরিদগঞ্জ উদ্দেশ্যে রওনা দেবেন । পরে বিকেল ৩টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়,মাদরাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভায় যোগদান করবেন ।বিকেল ৫টায় চাঁদপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন ও যাত্রী যাপন করবেন ।
পরদিন সোমবার সকাল ৭ টা ২০মিনিটে লঞ্চ যোগে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আশা করা যাচ্ছে । সফরকালে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সাথে দুদক মহপরিচালক (প্রতিরোধ ) সফরসঙ্গী হিসেবে থাবকেন ।