চাঁদপুরে দু’মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে গাঁজা সেবনের অপরাধে দু’ মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃস্পতিবার ২৮জুন দুপুর ২টায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা মনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এই দন্ডাদেশ দেন।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি’র নেতৃত্বে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মনু হোটেলের পেছন থেকে দুপুর সাড়ে ১২ টায় গাঁজা সেবনকালে ২৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো চাঁদপুর শহরের যমুনা রোর্ড এলাকার বাদশা মাহমুদ ছেলে মো:মুনসুর আহম্মদ(৩৫ ) ও ৩নং কয়লা ঘাট এলাকার মৃত আনোয়ার হোসেন (আনু গাজী)’র ছেলে আলমগীর হোসেন গাজী (২৩) ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১ মাস করে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়।

একই রকম খবর

Leave a Comment