প্রেস বিজ্ঞপ্তি : ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর ও টিআইবি’র আয়োজনে ২৩ জুলাই ২০১৮ বেলা সাড়ে ১১ টায় চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান মিয়া বলেন, তোমরা দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামাটি দেখে অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। তোমরা কোন ধরণের দুর্নীতির সাথে যুক্ত হবে না। দুর্নীতিমুক্ত জীবন যাপন করে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আজকের এই ভিডিও ড্রামার মাধ্যমে তোমরা আজ যা কিছু শিখেছ তা তোমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কাজে লাগাবে এই প্রত্যাশা করছি। সনাক-চাঁদপুর দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদর মধ্যে যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার প্রয়াস চালাচ্ছে এজন্য তাদেরকে সাধুবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সনাক-চাঁদপুরের স্বজন গ্রæপের সমন্বয়ক মির্জা জাকির বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি সত্যিই অভিভূত। তিনি আরও বলেন, ভিডিও ড্রামাটি দেখে তোমরা আজ অনেক কিছু উপলব্দি করতে পেরেছ। আমি আশা করছি এই জ্ঞানটুকু তোমরা তোমাদের জীবনে অবশ্যই কাজে লাগাবে। দুনীতির বিরুদ্ধে তোমাদের সচেতন থাকতে হবে। তোমাদের পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি এই ভিডিও ড্রামাটি প্রদর্শনীর সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক সদস্য মোঃ আব্দুল মালেক বলেন, সর্বপ্রথম তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরাই হলে এদেশের আলোর পথে যাত্রী। এসমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে তোমাদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমি বিশ^াস করি তোমরাই একদিন এ দেশ ও জাতিকে আলোর পথ দেখাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, দেশকে ভালোবাসতে হবে এবং বিবেককে জাগ্রত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দুর্নীতিমুক্ত থাকলে যেকোন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। তোমরাই একদিন এদেশের নেতৃত্ব দিবে। তিনি এরকম একটি আয়োজনে সহযোগিতা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ আব্দুস সামাদ দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারনা প্রদান করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। দুর্নীতিবিরোধী আন্দোলনে ইয়েস সদস্যদের অভিজ্ঞতা সম্পর্কে আলোকপাত করেন ইয়েস গ্রæপের দলনেতা মোঃ আবু সালেহ।
ইয়েস সদস্য রত্না আক্তারের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাহিমা আক্তার ও মোঃ তানজিল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য মোঃ আব্দুল মালেক। কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করেন ইয়েস সদস্য মোঃ সজিব হোসাইন বিজয়।
কুইজ প্রতিযোগিতায় ৯ম ও ১০ম শ্রেণির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট ১০জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ৯ম শ্রেণির- মীম আক্তার, মোঃ সাকিব খান, সুমাইয়া আক্তার, সাবিহা বিনতে ইসলাম ও মোঃ জুবায়ের খান। ১০ম শ্রেণির-মোঃ আব্দুল জলিল জিহান, সাভরিনা আক্তার রিপা, মোঃ মাহিন, মেহেদী হাসান ও সাধন চন্দ্র দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রæপের সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।