স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব,চাঁদপুরের কৃতি সন্তান মোঃ নূরুল অামিন বলেছেন,দেশের চলমান সকল মাদক,সামাজিক অবক্ষয় ও দূর্নীতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নিবে রোটারীয়ানরা।মনে রাখতে হবে যারা মাদকসেবী তারাই চুরি ছিনতাই করে সমাজকে বেকায়দায় ফেলার চেষ্টা করে।তাই এদেরকে নির্মূল করতে সরকারের সব রকমের পরিকল্পনা রোটারীয়ানদের সর্বদা পাশে থাকতে হবে।
তিনি সরকারের বিভিন্ন সাফল্যে রোটারীয়ানদের গুরুত্ব তুলে ধরে বলেন,দেশে নারী শিক্ষাকে অারো এগিয়ে নিয়ে যেতেও রোটারীয়ানদের অারো ভূমিকা নিতে হবে।কারন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারী শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে।
এসময় তিনি নিজের জিবনের সাফল্যের স্মৃতি চারন করতে গিয়ে সবাইকে স্বপ্ন দেখার পরামর্শ দেন।এটাও বলেন স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখা হয় বরং স্বপ্ন সেটাই যেটা পূরণ করতে গিয়ে মানুষের অাসে না।এছাড়াও তিনি শিক্ষা উপকরন বিতরনসহ যেকোন সামাজিক অান্দোলনেও রাটারীয়ানদের পাশে থাকার অঙ্গিকার করেন।
২৭ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর ক্লাবে চাঁদপুর রোটারী ক্লাবের ২০১৮-১৯ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর রোটারীয়ান ক্লাবের ট্রেইনার ও অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারীয়ান পিপি কাজী শাহাদাতের পরিচালনায় ও রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা অাওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র রোটাঃ অালহাজ্ব নাছির উদ্দিন অাহমদ।
অামন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,চাঁদপর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ, সদ্য সাবেক সভাপতি রোটাঃ দেওয়ান অারশাদ অালী,সদ্য সাবেক সাধারন সম্পাদক রোটাঃ শাহেদুল হক মোর্শেদ,নব নির্বাচিত সাধারণ সম্পাদক রোটাঃ খোরশেদ অালম পাটওয়ারী কাঞ্চন,জেলা অাইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ অাবদুল্লাহ অাল মামুন,চাঁদপুর চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি সেলিম অাখন্দ,জেলা গনফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম অাকবর প্রমুখ।
এর অাগে অামন্ত্রিত অতিথীদের পর্যায়ক্রমে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রোটারী ক্লাবের নেতৃবৃন্দরা এবং চাঁদপুর রোটারী ক্লাবের বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নব নির্বাচিত নেতৃবৃন্দের হাতে দায়ীত্ব হস্তান্তর করে।পরে চাঁদপুরের ৪ সামাজিক সংগঠন ব্রেভ,জিবনদীপ,তারুণ্যের অগ্রদূত ও চাঁদপুর পরিবেশ সংরক্ষন কমিটির নেতৃবৃন্দকেও অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অামন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় এই সামাজিক সংগঠনের পক্ষে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন চাঁদপুর ব্রেভ এর প্রতিষ্ঠাতা চাঁদপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক রূপক রয় এবং অনলাইন রক্তদাতা গোষ্ঠী জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।পরে পূর্ব নির্ধারনী অনুষ্ঠানের অংশ হিসেবে লটারী ড্র এর পুরষ্কার বিতরনী ও নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠান শুরুতে মনোজ্ঞ সংগীত ও নৃত্ব পরিচালনা করেন অানন্দধ্বনী সংগীত শিক্ষা নিকেতনের শিল্পীগন।
অনুষ্ঠানে পবিত্র কোরায়ান তেলোয়াত করেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ অালহাজ্ব অাবুল হাসেম কাজী ও গীতা পাঠ করেন যুগ্ম সম্পাদক রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার।অনুষ্ঠানে রোটরী ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তাদেরপরিবারবর্গ,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথীগন উপস্থিত ছিলেন।