সহোদর ভাই-বোন দু’শিশু পাওয়া গেছে

চাঁদপুর খবর রিপোর্ট ॥ চাঁদপুরের দু’শিশু ঢাকায় গিয়ে হারিয়ে যাওয়া পর তাদেকে পাওয়া গেছে। তাদের নাম আয়শা (১২) ও নাছির (৯)। পিতা বিল্লাল, মাতাঃ নাসিমা, চাচা জাহাঙ্গির, রাজমিস্ত্রী কাজ করে, দাদা সরবত আলী।

চাঁদপুর দীঘির পাড় এলকার বাসীন্দা, শাপলা বাজারের নাম বলতে পারে। চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটার্স এর মাধ্যমে বিষয়টি নিশ্চত হওয়া গেছে।

তাদের বাবা নতুন বিয়ে করে তাদের রেখে অন্যত্র চলে গেছে। জীবিকার তাগিদে তারা তাদের মায়ের সাথে ঢাকা যায়। সদরঘাট লঞ্চ থেকে নেমে তাদের মাকে হারিয়ে ফেলে, তারা তাদের পুর্ণাঙ্গ ঠিকানা বলতে পারে না। তাই কোন হৃদয়বান ব্যক্তি তাদের মা-বাবার কোন সন্ধান জানলে শাহবাগ থানা, ০২৯৬৭৬৬৯৯ অথবা শহর সমাজসেবা কার্যালয়-২, রমনা, ঢাকা, মোবাইল নং-০১৭১২৮৭৩৪১৬ যোগাযোগ করবেন।

একই রকম খবর

Leave a Comment