সাইফুল ইসলাম সিফাত ॥ হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও পরিবেশনের দায়ে নুরজাহান হোটেল ও চিটাগাং বেকারীকে নগদ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করার দায়ে বাজারস্থ নুরজাহান হোটেলকে ৫ হাজার টাকা এবং চিটাগাং বেকারিকে জাতীয় ভোক্তা অধিকার আইনে নগদ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও খাজা বাবা মুড়ির মিল ও বাজারের ফুটপাত দখলকারী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করে দিক-নির্দেশনা প্রদান করে আল্টিমেটাম দেয়া হয়।
এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, কোষাধ্যক্ষ হাছান মাহমুদ, হোটেল মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোরশেদ আলমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।