দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।

৩১মে (শুক্রবার) সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব রেডস্থ দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল
রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ,চ্যানেল আইয়ের স্টাফ রিপোটার ও দৈনিক
চাঁদপুর দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুর খবর ইতিমধ্যেই পাঠকের মনিকোঠায় স্থান করে নিয়েছে। এ পত্রিকার নিউজের মান খুবই ভালো।
বর্তমানে চাঁদপুরে এ পত্রিকার জনপ্রিয়তা রয়েছে। আমরা আশা করি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর খবর পত্রিকা
আরো এগিয়ে যাবে ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই দৈনিক চাঁদপুর খবরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের এই চলার পথে আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই যেন চাঁদপুর খবর পত্রিকা আগামী দিনে আরো মানসম্মত নিউজ প্রকাশ করতে পারি। আমরা শত প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখেছি। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জানালিস্ট এসোসিয়শনের সাধারন সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক এম.আই
মমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর
রশিদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি ও মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন , জনতা ব্যাংকের ফরিদগঞ্জ শাখার
ম্যানেজার আব্দুল কাদের হাজরা, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ
মহিউদ্দিন রাসেল, , মোহনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সহকারি সম্পাদক আব্দুল
গনি, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু বকর মানিক, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম.এম কামাল, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: ইব্রাহিম খান, স্টাফ রিপোটার মো: আবদুল্লা শাকুর, স্টাফ রিপোর্টার মো: রানা সরকার ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।

একই রকম খবর