দৈনিক চাঁদপুর খবর সম্পাদকের শ্রদ্ধাঞ্জলী

শিক্ষা বিস্তারে এতদঅঞ্চলকে যিনি আলোকিত করে গেছেন সেই মহান ব্যক্তিটি হচ্ছেন এ দেশের কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শাহতলী নিবাসী মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী।

শিক্ষা বিস্তারে তার অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে। এ মহান ব্যক্তিটি নিজের জন্য কিছুই করেননি। নিজেন সহায় সম্পত্তি উৎসর্গ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। পরিবার পরিজনের কথা একবারও চিন্তা করেননি। এমনকি নিজের নামেও কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ পর্যন্ত করেননি। এমন ব্যক্তি কী এ সমাজে পাওয়া যাবে। শাহতলী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগনিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। প্রতিষ্ঠান গড়ে তোলা যেন এক নেশায় পরিণত হয়ে ছিলো।

যে প্রতিষ্ঠানগুলো কালের স্বাক্ষী হিসেবে এখনও মর্যাদা নিয়ে দাঁড়িয়ে আছে। যুগে যুগে এ রকম মহান ব্যক্তি পাওয়া বিরল। এ মহান ব্যক্তির নাতি হিসেবে আমি সব সময় গর্ব করি নিজেকে। এ মহান ব্যক্তিটির জন্ম না হলে শাহতলী সহ অত্রদঅঞ্চলে আজ শিক্ষার আলোয় আলোকিত হতো না। এ অঞ্চলের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতো না। মরহুম রুশদীর সাহেবের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে প্রতিষ্ঠানের উদ্যোগে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ হচ্ছে এবং এতে আমি প্রাতিষ্ঠানিক পদ-পদবীর কারণে সম্পৃক্ততার সুযোগ পাওয়ায় নিজেকে গর্ববোধ করছি।

বর্তমান সরকারের আমলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের সহযোগিতায় মরহুম রুশদীর সাহেবের প্রতিষ্ঠিত শাহ্তলী কামিল মাদাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা বিদ্যালয়ের প্রতিটিতে আধুনিক ৪তলা একাডেমিক ভবন নিমার্ণ হয়েছে। যার জন্য আমরা গর্বিত ।

বর্তমানে জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর অবদানের কথা বিবেচনা করে মরহুমের নামে সর্বসম্মতিক্রমে নামকরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।

সোহেল রুশদী
চেয়ারম্যান, গভর্নিং বডি
জিলানী চিশতী কলেজ
সহ-সভাপতি, শাহ্তলী কামিল (এম.এ) মাদরাসা এবং
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক
দৈনিক চাঁদপুর খবর

 

একই রকম খবর