চাঁদপুর খবর রিপোর্ট : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি কী বড় ধরনের দুর্ঘটনা, নাকি পরিকল্পিত ঘটনা ঘটেছে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডে অবস্থিত নতুন মার্কেট মদিনা শপিং সেন্টারের পাশ দিয়ে যাওয়ার পথে মার্কেটের ৩ তলা/৪তলা চাদ ঢালাই থেকে ইট কিংবা কাঠ পড়ে সাংবাদিক সোহেল রুশদীর মাথা ফেটে যায়। ধারনা করা হচ্ছে কেউ উপর থেকে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে।
গুরুত্বর আহত সাংবাদিক সোহেল রুশদীকে তাৎক্ষণিক চাঁদপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং মাথায় দুটি সেলাই দেওয়া হয়।
এ ব্যাপারে দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান, সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে কুমিল্লা রোডের অবস্থিত নতুন মার্কেট মদিনা শপিং সেন্টারের পাশ দিয়ে যাওয়ার পথে হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ে মাথা ফেটে যায়। কে বা কাহারা নতুন মার্কেটের তিন তলা কিংবা ৪তলা উপর থেকে এ কাজ ঘটালো কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছে।
এদিকে মার্কেটের মালিক পক্ষ থেকে সিসি ক্যামেরা তল্লাশি করা হচ্ছে। পরিকল্পিত কেউ এ ঘটনা ঘটিয়েছেন নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।