চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের বিপণীবাগ, পালবাজার, ভঁইয়া বিগবাজারসহ শহরের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করা হয়েছে।
শনিবার (১৯ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতীশীল রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তারই ধারাবাহিকতা এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিভিন্ন দোকানে পণ্যের মূল্য ও মেয়াদ উর্ত্তীন্ন যাচাই করেন। তবে কোনো ব্যবসা প্রতিষ্ঠাকে জরিমান করা হয়নি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান মহোদয়ের নির্দেশে পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।