স্টাফ রিপোটার : ২২ মে কচুয়া উপজেলার আশ্ররাফপুর নতুন বাজার কেন্দ্রীয় মসজিদের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান,জেলা আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দীন।
এ সময় অ্যাডভোকেট হেলাল উদ্দীন বলেন, এ এলাকার সকল উন্নয়নকে প্রসারিত করার জন্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সবাত্মক সহযোগিতা আপনারা পাবেন।আমি ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পক্ষে মসজিদে নগদ আর্থিক সহায়তা ও দুই লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা করলাম ।
এ ছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মাষ্টার ইয়াকুব আলী,উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ শাহজাহান, আওয়ামীলীগ নেতা হান্নান,ইদ্রিস মিজি,আড়ং জ্যাব সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এলাকার হাজার হাজার সুধী এবং গুনিজন উপস্থিত ছিলেন।