চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে আনন্দ বাজারে নদীভাঙন প্রতিরোধ কাজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর উদ্যোগে জেলা প্রশাসন ও পাউবো’র সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় নদীভাঙন প্রতিরোধ কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক নদীভাঙন থেকে ওই এলাকাকে রক্ষায় গতকাল বৃহস্পতিবার থেকে নদীতীরে বালিভর্তি জিইও টেক্সটাইল ব্যাগ ফেলা শুরু হয়েছে। সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরকে নদীভাঙন থেকে রক্ষায় অত্যন্ত আন্তরিক। চাঁদপুরকে ভাঙন থেকে রক্ষায় ইতোমধ্যে প্রায় ৩শ’ কোটি টাকার বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ভাঙন কবলিত অন্যান্য এলাকার জন্য প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড। নদীভাঙন থেকে আনন্দ বাজার এলাকাটি রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।

চাঁদপুর জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরের আনন্দ বাজার এলাকার সাম্প্রতিক নদীভাঙন প্রতিরোধে জরুরী ব্যবস্থা হিসেবে দুই হাজার জিইও টেক্সটাইল ব্যাগ চেয়ে জেলা প্রশাসকের কাছে ডিও দেন জেলা পরিষদ চেয়ারম্যান। তার আলোকে পাউবো দুই হাজার জিইও টেক্সটাইল ব্যাগ বরাদ্দ প্রদান করে। জেলা পরিষদের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার থেকে নদীতীরে এসব জিইও টেক্সটাইল ব্যাগ ফেলা শুরু হয়েছে।

জনস্বার্থে জরুরী ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করায় ভুক্তভোগী এলাকাবাসী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাাটওয়ারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গতকাল সকালে জেলা পরিষদ চেয়ারম্যান সেখানে গেলে এলাকার শত শত মানুষ সেখানে উপস্থিত হয়ে তাকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা কামাল ও রুহুল আমিন শিকদার, জেলা স্বেবচ্ছাসবক লীগের আহবায়ক কমিটির সদস্য নূরু হোসেন নূরুসহ দলীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment