প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চাঁদপুর নদী কেন্দ্রের “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৭-১৮) পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা (২০১৮-১৯) প্রণয়ন” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর নদী কেন্দ্রের সম্মেলন কক্ষে ২৪ জুন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁদপুর নদী কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হোসেন খান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আহ্সান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইলিশ বিষয়ক গবেষক ড. আনিসুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো আসাদুল বাকী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মির্জা জাকির, সময় টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, ইকোফিস চাঁদপুরের রিসার্স এসোসিয়েটের কিংকর চন্দ্র সাহা, জাতীয় মৎস্যজীবী সমিতির চাঁদপুর জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম বেপারী, চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি শাহ্ আলম মল্লিক, সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, মতলব উত্তরের মৎস্যজীবী নেতা ওমর আলী প্রধান প্রমুখ।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা ইলিশ, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও বৃদ্ধি বিষয়ক ১৪টি গবেষণা প্রকল্প উপস্থাপনা করা হয়।