চাঁদপুরে ডাকাতিয়া নদী রক্ষায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ “হটাও দুর্নীতি বাঁচাও দেশ, পরিবেশ রক্ষা কর বাঁচাও মানুষ” এ শ্লোগানে চাঁদপুরে ডাকাতিয়া নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদীর পাড়ে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মতিন ফাউন্ডেশন।

মানববন্ধনে চাঁদপুর শহরের মধ্য দিয়ে ভয়ে যাওয়া ডাকাতিয়া নদীকে অবৈধ দখল ও পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মেজবাহ কবির।

তিনি বলেন, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ডাকাতিয়া নদীটি ২০৭ কিলোমিটার দৈর্ঘ্য। এটি চাঁদপুর থেকে শুরু হয়ে কুমিল্লা এবং পরবর্তীতে ভারতের সাথে সংযুক্ত হয়েছে। বর্তমানে এ নদীর অধিকাংশ অংশ ভরাট ও অবৈধ দখল হয়ে আছে। বিশেষ করে চাঁদপুর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ৩নং ঘাট, পুরাতন নৌ-টার্মিনাল এলাকা,কয়লা ঘাট,৫নং ঘাট,চৌধুরী ঘাট,চাঁদপুর পৌর ঈদগাহ এলাকার নদীর পাড়,প্রেসক্লাব এলাকা, আল-আমিন একাডেমী সংলগ্ন এলাকা,নতুনবাজার এলাকাসহ শহরের ইচলী ঘাট পর্যন্ত শত-শত স্থাপনা নদীর ২ পাড়ে গড়ে উঠেছে এবং হাজার-হাজার একর জায়গা দখল হওয়ায় পরিবেশ প্রতিদিন তার ভারসাম্য হারাচেছ। এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি উদ্বাত্ত আহবান জানান। এ ছাড়া কৃষি কাজে সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এ নদীকে বাঁচাতে হবে। তা না হলে এক সময় এ ডাকাতিয়া নদী ভরাট হয়ে তার ভারসাম্য হারিয়ে ফেলবে। চাঁদপুর বাসী মহাবিপাকে পড়বে বলে আশংকা বিরাজমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফকির মো. ইমরান, আক্তারুজ্জামান, হুমায়ুন কবির, মো. আনিছুর রহমান অপু, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ। মনাববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

উল্লেখ্য,চাঁদপুর শহরের বড় স্টেশন হতে শুরু করে ৩নং ঘাট, পুরাতন নৌ-টার্মিনাল এলাকা,কয়লা ঘাট,৫নং ঘাট,চৌধুরী ঘাট,চাঁদপুর পৌর ঈদগাহ এলাকার নদীর পাড়,প্রেস ক্লাব এলাকা, আল-আমিন একাডেমী সংলগ্ন এলাকা,নতুনবাজার এলাকাসহ শহরের ইচলী ঘাট পর্যন্ত নদীর ২ পাড়ে বিশাল-বিশাল অবৈধ বিল্ডিং ও স্থাপনা গড়ে উঠে ডাকাতিয়া নদী দখল করায় নদী একেবারে ছোট হয়ে গেছে। এখন ও প্রতিদিন ডাকাতিয়া নদী দখল প্রক্রিয়া চলছে। এক শ্রেনীর অসাধূ ব্যাক্তিপ্র প্রশাসনের সাথে সখ্যতা রেখে এ ডাকাতিয়া নদীর ২পাড় দখল করে অবৈধ ভাবে নতুন-নতুন স্থাপনা করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে বলে অসংখ্য অভিযোগ রয়েছে।

একই রকম খবর

Leave a Comment