ফরিদগঞ্জ ব্যুরো : শনিবার বিকালে ফরিদগঞ্জ থানার নবনির্মিত ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার ।
এসময় তিনি বলেন, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে সকল কাজে আমি ফরিদগঞ্জবাসীর আকুণ্ঠ ভালবাসা ও সমর্থন পেয়েছি। ফলে আমার কাজ করতে গিয়ে অনেক কঠিন কাজও সহজেই করতে সমর্থ হয়েছি। তিনি বলেন, চাঁদপুরবাসী মাদকের বিরুদ্ধে কতখানি আন্তনিক তা আমি প্রমাণ পেয়েছি। আজ একথা বলতে পারি এই এধরনের কর্মসূচী অব্যাহত থাকলে চাঁদপুর একদিন মাদকমুক্ত হবে।
ফলক উন্মোচন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নিবার্হী অফিসার এ.এইচ.এম মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান (মহিলা) রিনা নাসরিন, ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ শাহ আলম, ওসি(তদন্ত) রাজীব কুমার দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জহিরুল ইসলাম ভ‚ঁইয়া , সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রিপন, পৌর প্যানেল মেয়র খোতেজা বেগম প্রমুখ। পরে অফিস কে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন, ফরিদগঞ্জ থানা, ফরিদগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর পক্ষে থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।