নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে শাহতলী জিলানী চিশতী উবির সংবর্ধনা

মো: রানা সরকার ঃ চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনকে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে প্রথম আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪এপ্রিল (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন।

প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন তার বক্তব্যে বলেন, আজকে আপনারা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আমি শিক্ষা বিস্তারে সকল ধরনের সহযোগিতা করব। যে সকল শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে তাকে সহায়তা করা হবে। শিক্ষকরা হচ্ছে তোমাদের পিতা-মাতার মত। তাই শিক্ষকদের কথা মেনে চলতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো লেখাপড়া করতে হবে। সন্তানের অর্জনে মা-বাবা খুশি হয়। তোমাদের জীবনের ভালো মন্দ সবকিছু মা-বাবার সাথে শেয়ার করবে। তোমাদের মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেতে হবে।

তিনি বলেন, আমরা সকলেই অন্যের জন্য কাজ করি। ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে হবে। যাতে ভবিষ্যত প্রজন্ম ভালোভাবে বেড়ে উঠতে পারে। শিক্ষকরা শিক্ষার্থীদের গাইডবই বা নোটবই পড়া থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। শিক্ষার্থীরা যা কিছু শিখবে সৃজনশীলতার মাধ্যমে শিখতে হবে। তিনি আরো বলেন, চাঁদপুরে দায়িত্বকালীন এমন ভাবে কাজ করবো যাতে যাওয়ার সময়ও আজকের মতো সংবর্ধনা পেতে পারি । এ জন্য সবার সহযোগিতা কামনা করছি ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, কাজ করার সুবাধেই আন্তরিকতার সৃষ্টি হয়। যারা সরকারি চাকুরী করে তাদের আজকে এখানে কাল অন্য জায়গায় চাকুরী করতে হয়। এটাই নিয়ম। প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনের বক্তব্যে আমরা গর্বিত। আমরা ওনার পাশে থাকব ও কাজে সহযোগিতা করব। সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা সকলে মিলে শিক্ষার মান-উন্নোয়নে কাজ করব। শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল অর্জন করে সে জন্য মনোযোগ সহ লেখাপড়া করতে হবে। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির প্রচেষ্টায় আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের ছোয়া লেগেছে। আমাদের বিদ্যালয়ের এই ভবনটি ৪তলা পর্যন্ত উধ্বমূখী সম্প্রসারন হবে। আমার ব্যক্তিগত তহবিল থেকে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীদের স্কুল ড্রেস দেওয়া হয়েছে। এটি প্রতিবছর অব্যাহত রাখব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষক ফাহিমা জাহান, ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, ইংরেজী শিক্ষক মো: ফজলুল করিম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেনির শিক্ষার্থী লাবনী আক্তার, নবম শ্রেনির শিক্ষার্থী সিয়াম বেপারী।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: মসিউর রহমান, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান।

অনুষ্ঠনের শুরুতেই চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী সিয়াম বেপারী।

একই রকম খবর

Leave a Comment