স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, ছবক, বৃত্তি প্রদান ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুন) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।
তিনি বক্তব্যে বলেন, মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা ভাল জ্ঞানের অধিকারী হয়। কারণ কুরআন ও হাদিস শিক্ষা গ্রহনের মাধ্যমে তারা যেমন নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেন, তেমনি দেশ ও সমাজের কাজ করতে পারেন। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। পাবলিক পরীক্ষাগুলোতে শতভাগ উত্তীর্ণ হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা গ্রহন করে তোমরা কেউ জঙ্গিবাদসহ খারাপ পথ গুলো পরিহার করতে হবে। নিয়মিত ক্লাশে আসবে। তোমাদের সকল সমস্যা আমরা পাশে রয়েছি। খুব শীঘ্রই এ মাদ্রাসার একটি ৪ তলা ভবনের কাজ শুরু হবে। তোমাদেরকে আধুনিক শিক্ষা গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। শিক্ষকদের আদেশ মান্য করলে তোমাদের মঙ্গল হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফখরুল ইসলাম। মিলাদ পরিচালনা করেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মো. জাহাঙ্গীর হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মো. ইউনুছ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এরপর প্রধান অতিথির কাছ থেকে বিগত পঞ্চম শ্রেনীর সমাপনী, জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে সভাপতির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পাঠবই বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও মাদ্রাসার নিজস্ব কাজের জন্য সভাপতির পক্ষ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার অনুদান হিসেবে প্রদান করা হয়।