প্রেস বিজ্ঞপ্তি : ১৪ আগস্ট মঙ্গলবার বিপণীবাগ পার্টি হাউজ মিলনায়তনে নাটাব চাঁদপুর শাখার উদ্যোগে “নেতৃত্ব চাই য²া নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণ হিতৈষী সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সায়েদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ এম. এ মান্নান। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাটাবের প্রতিনিধি বিচিত্রা চন্দ্র দাস, অধ্যাপক আহছানুজ্জামান, নাটাব চাঁদপুর জেলা শাখার সম্পাদক। সভায় সভাপতিত্ব করেন নাটাব চাঁদপুর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। সভায় প্রধান অতিথি ডাঃ সায়েদুজ্জামান বলেন, য²া একটি প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতিবছর বাংলাদেশে বহু লোক এই রোগে মৃত্যুবরণ করে এবং বহু লোক এই রোগে আক্রান্ত হয়। পূর্বে এই রোগের চিকিৎসা ছিল না। বর্তমানে এই রোগের চিকিৎসা হয়। য²া রোগীদেরকে বর্তমানে বিনামূল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয়। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি স্বত্তে¡ও বিভিন্ন কারণে য²ারোগীর পূর্ণ চিকিৎসা নির্ণয় করা যাচ্ছে না। য²া রোগের লক্ষণ থাকলে সময়মত পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ নেয়া হয় না।
বিশেষ অতিথি ডাঃ এম. এ মান্নান জানান যে, চাঁদপুরের য²া রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য একটি আধুনিক বক্ষব্যাধি ক্লিনিক রয়েছে। এখানে য²ার সব রকমের পরীক্ষা ও ওষধ বিনামূল্যে দেয়া হয়।
সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব) দেশের একটি ঐতিহ্যবাহী বৃহৎ য²ারোগের স্বেচ্ছাসেবী সংগঠন। য²া নিয়ন্ত্রণে নাটাব ১৯৮৪ সন থেকে জনগণকে য²া সম্পর্কে সচেতন করে আসছে এবং চিকিৎসারও ব্যবস্থা করছে।