মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী কামরুল এহ্সান শান্তি (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি———রাজেউন)।
২৪ নভেম্বর সকাল ১১টায় ঢাকার রেনেসা হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, কামরুল এহ্সান শান্তি গত ১৮ নভেম্বর পিত্তথলি পাথর অপারেশনের জন্য ঢাকার রেনেসা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অপারেশনের পর কিডনি এবং হৃদরোগে আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৪ নভেম্বর সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন। কামরুল এহ্সান শান্তি নারায়ণপুর তথা মতলব পূর্বাঞ্চলে শিক্ষা বিস্তারে অনেক অবদান রেখে গেছেন। তিনি একাধারে শিক্ষানুরাগী, সমাজসেবক এবং নারায়ণপুর বাজারের উন্নয়নের রূপকার হিসেবে সাধারণ মানুষ মনে রাখবেন। মৃত্যুকালে তিনি আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নারায়ণপুর প্রেসক্লাবের শোক:
নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আধুনিক নারায়ণপুরের রূপকার কামরুল এহ্সান শান্তির মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাব শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি আবু সায়েম মাস্টার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুম কামরুল এহ্সান শান্তির রুহের মাগফিরাত কামনা করেছেন।
নারায়ণপুর ডিগ্রি কলেজের শোক:
নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আধুনিক নারায়ণপুরের রূপকার কামরুল এহ্সান শান্তির মৃত্যুতে নারায়ণপুর ডিগ্রি কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুম কামরুল এহ্সান শান্তির রুহের মাগফিরাত কামনা করেছেন।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের শোক :
নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আধুনিক নারায়ণপুরের রূপকার কামরুল এহ্সান শান্তির মৃত্যুতে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পক্ষে প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুম কামরুল এহ্সান শান্তির রুহের মাগফিরাত কামনা করেছেন।
নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যান সমিতির শোক :
নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আধুনিক নারায়ণপুরের রূপকার কামরুল এহ্সান শান্তির মৃত্যুতে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যান সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম স্বপন মজুমদারসহ কমিটির নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুম কামরুল এহ্সান শান্তির রুহের মাগফিরাত কামনা করেছেন।