নারায়ণপুর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

চাঁদপুর খবর রির্পোট: মতলব দক্ষিণ থানাধীন নারায়ণপুর ডিগ্রি কলেজে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বিষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

পুলিশ সুপার বলেন মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। মানুষ সচেতন হলে সমাজ থেকে অপরাধ কমে আসবে। সুষ্ঠ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি জঙ্গীবাদকে ধিক্কার, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংকে না বলার পাশাপাশি এ সকল অন্যায় কাজ পরিহারে অঙ্গীকার করান শিক্ষার্থীদের।

এ সময় সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর