সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রী কলেজে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ সেপ্টেম্বর বেলা ১২টায় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসন কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জোহা, এবং শিক্ষা প্রকৌশলী বিভাগের প্রকৌশলী মোঃ ফাহিম ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অভিভাবক সমাবেশে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পড়াশুনা করা অবস্থায়ই নিজেদেরকে প্রস্তুত করতে হবে শিক্ষার্থীদের মাথা থেকে খারাপ চিন্তা দুর করে ভালো পথে আসতে হবে। গায়ের জোরে বেশি দূর যাওয়া যায় না ,কিন্তু বুদ্ধির জোরে অনেক দূর যাওয়া যায়।
তিনি আরও বলেন, অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি সঠিক ভাবে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষার্থীদের দিকে অভিভাবকদের বিশেষ নজরদারির বাড়াতে হবে।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গণে ইভটিজিং ও কিশোর গ্যাংদের প্রশ্রয় দেয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিশেষ করে মাদককে না বলুন। মাদক ব্যবসায়ীরা যতবড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ রুহুল আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মোসলে উদ্দিন । এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, শফিকুল ইসলাম স্বপন মজুমদারসহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।