নারায়নপুরে তথ্য প্রযুক্তি বিষয়ে সভা ও লেপটপ বিতরণ

স্টাফ রিপোর্টার : `One student One laptop one dream’ এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে লেপটপ বিতরণ ও তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)উপসচিব মোহাম্মদ শওকত ওসমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মুবিন সুজন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম প্রমূখ। অনুষ্ঠান শেষে কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে লেপটপ বিতরণ করা হয়।

একই রকম খবর