নারী নির্যাতনের অভিযোগে স্বামী রিপন গাজীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার রামপুরের নওহাটা গ্রামে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে লম্পট স্বামী মোঃ রিপন গাজী (২৯ )সহ ৬জনকে আসামী করে মামলা দায়ের করেছে তার স্ত্রী মোসা:আখিঁ আক্তার ।

বাদী মোসা:আখিঁ আক্তার এর বাড়ী চাঁদপুর সদর উপজেলার আশিকাটির হাপানিয়া গ্রামে । চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে ।

(দরখাস্ত নং ২৫৮/২০১৯ স্মারক নং ২৭৯৬ তারিখ : ২৪.০৯.২০১৯ খ্রি: ) ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী /০৩ এর ১১(গ)/৩০। ঘটনার তারিখ : ১৮.৯.২০১৯ খ্রি: । মামলার অপরাপর আসামীরা হলেন, লম্পট মোঃ রিপন গাজীর পিতা মো:আ:জলিল গাজী (৬০) ,জাহানারা বেগম স্বামী আ:জলিল গাজী (৫০),শাহিনা বেগম পিতা :আ:জলিল গাজী (২৭),খোকন তালুকদার(৩৭)পিতামৃত আবুল তালুকদার সর্ব সাং নওহাটা চাঁদপুর সদর , লোকমান মুন্সি(৫২) পিতামৃত : ইউনুস মুন্সি সাংবলাখাল হাজীগঞ্জ চাঁদপুর ।

আদালত মামলাটি গ্রহন করে চাঁদপুর গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ ) কে তদন্তপৃর্বক প্রতিবেদন পেশ করতে নির্দেশ দেন । উক্ত নির্দেশনা পেয়ে ডিবি পুলিশের এসআই এম শামীম আহমেদ র্দীঘ তদন্ত শেষে বাদী মোসা:আখিঁ আক্তার অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এদিকে বাদী মোসা:আখিঁ আক্তার সাংবাদিকদের কাছে জানান, তার লম্পট স্বামী মোঃ রিপন গাজী একাধিক বিয়ে করেছে । বর্তমানে সে বিদেশ বাহারাইনে রয়েছে । সেখানেও মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে ।

তার নির্দেশে তার শ্বশুর-শাশুড়ী ও ননদরা তার উপর সবসময়ই নির্যাতন চালাতো । ভরন পোষন দিতো না । যৌতুক হিসেবে ১লক্ষ টাকা নিয়েছে । তার ঘরে কন্যা সন্তানও রয়েছে । এখন আর খোঁজ-খবর নেয় না । সে এখন এক সন্তান নিয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছে । সে আদালতের কাছে সুবিচার চায় ।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই এম শামীম আহমেদ জানান , বাদী মোসা:আখিঁ আক্তার অভিযোগের সত্যতা পেয়েছি । আদালতে প্রতিবেদন দাখিল করেছি । আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য ।

একই রকম খবর