চাঁদপুর খবর রিপোর্ট : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) উপ-সচিব মোহাম্মদ আবদুল হাই।
বর্তমানে তিনি মোবাইল গেইম ও এপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত অক্টোবরে ওই অধিদপ্তরে মহাপরিচালক পদে আলম আরা বেগম নিয়োগ পেয়েছেন। সর্বশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি হওয়া প্রজ্ঞাপনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য বেগম মহসিনা ইয়াসমিন ওই পদে (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক) নিয়োগ পেয়েছিলেন। এক পর্যায়ে সেই আদেশ বাতিল করে আলম আরাকে নিয়োগ দেয়া হয়। কিন্তু তিনি ওই পদে যোগদান করেননি।
এদিকে তাঁর পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রসঙ্গত : উপ-সচিব মোহাম্মদ আবদুল হাই চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ হিসেবে দায়িত্বে ছিলেন।