আবারও নিরাপত্তাহীনতায় চাঁদপুর সরকারি শিশু পরিবার

চাঁদপুর খবর রিপোর্ট : আবারও নিরাপত্তাহীনতায় পড়েছে বাবুরহাটস্থ চাঁদপুর সরকারি শিশু পরিবার। দেয়ালের গাঁথুনি ভেঙ্গে ফেলছে এবং দেয়ালের নিচ দিয়ে সুরুঙ্গ পথ করে চলাফেলা করছে। যা সরকারি শিশু পরিবারের শিশুরা আবারও নিরাপত্তাহীনতায় পড়েছে ।

রবিবার চাঁদপুর সরকারি শিশু পরিবার পরিদর্শন কালে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারকে অকর্থ্য ভাষায় গাল-মন্দ এবং ইটের আঘাতে আনোয়ার হোসেন নামের এক গ্রাজুয়েট শিক্ষকের পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে।

রোববার (৩ জুন) চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার সরকারি শিশু পরিবার পরিদর্শনে গেলে পশ্চিম দিকের সীমানা দেয়ালের বেশ কয়েক জায়গায় ইটের গাঁথুনি খোলা এবং দেয়ালের নিচে মানুষ আসা-যাওয়ার মত সুরঙ্গ দেখতে পান।

দেয়ালের অপর পার্শ্বের (মালি বাড়ির) লোকজন ডিডি মহোদয়কে দেখামাত্র তাঁকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালি-গালাজ করতে থাকে। একপর্যায় ডিডিকে লক্ষ্য করে ইট-পাটকেল এবং লাঠি-শোটা ছুড়ে মারতে থাকে।

এসময় প্রতিষ্ঠানের কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত হলে একজনের ছোড়া ইটের আঘাতে আনোয়ার হোসেন নামের এক গ্রাজুয়েট শিক্ষক আঘাত প্রাপ্ত হয়ে আহত হন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়্যালি উল্লাহ ওলিকে অবহিত করা মাত্র ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেন এবং পরিস্থিতি শিথিল করেন।

চাঁদপুর সরকারি শিশু পরিবারের পাশের বাড়ি মালী বাড়ীর লোকজন প্রায়ই শিশুদের অকথ্য ভাষায় গালি-গালাজ করাসহ দিনে বা রাতের বেলা দেয়াল টপকে বা সুরঙ্গ দিয়ে প্রবেশ করে শিশু পরিবারের ব্যাপক ক্ষতিসাধন করে ও শিশুদের ভয়ভীতি প্রদর্শন করে। শিশুরা এ নিয়ে বেশ আতংকের মধ্যে রয়েছে।

তবে আরো ক’য়েক মাস আগে সরকারি শিশু পরিবারের দেয়াল নির্মাণ করা নিয়ে দৈনিক চাঁদপুর খবরসহ জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। পরবর্তীতে দেয়াল নির্মাণ করে শিশুদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়ছে। কিন্তু এখন আবারো সরকারি জয়গা দখল ভোগ কারাজ চেষ্টায় লিপ্ত রয়েছে চাঁদপুর সরকারি শিশু পরিবারের পাশের বাড়ি মালী বাড়ীর লোকজন।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার গতকাল রোববার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে জানান, “ সরকারি শিশু পরিবারে পাশের মালি বাড়ির লোকজন শিশু পরিবারের দেয়ালের গাঁথুনি ভেঙ্গে ফেলছে এবং দেয়ালের নিচ দিয়ে সুরুঙ্গ পথ করে চলাফেলা করছে। যা শিশুদের জন্য নিরাপত্তাহীনাত।”

তিনি আরো জানান, “খবর পেয়ে সরকারি শিশু পরিবার পরিদর্শন করতে গেলে দেয়ালের অপর পার্শ্বের (মালি বাড়ির) লোকজন দেখামাত্র বিশ্রী ভাষায় গালি-গালাজ করতে থাকে। একপর্যায় আমাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল এবং লাঠি-শোটা ছুড়ে মারতে থাকে। তবে এ ঘটনায় এখনো কোনো মাললা দায়ের করা হয়নি। তত্ত¡াবধায়ক মহোদয় আজ সোমবার পরিদর্শন করে তারপর সিদ্ধান্ত নিবেন। তবে ঘটনার সাথে সাথে মডেল থানা পুলিশ পরিদর্শন করেছে।

একই রকম খবর

Leave a Comment