বিপনীবাগ বাজার নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিপনীবাগ বাজার পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বিপনীবাগ পৌর মার্কেটের পার্টি হাউজে প্রথমবারের মত বিপনীবাগ বাজার পরিচালনা কমিটির নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

বিপনীবাগ বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাজী মো. মুসলিম বেপারীর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিপনীবাগ বাজার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান দর্জি। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, কাউন্সিলর বিল্লাল হোসেন মাঝি, কাউন্সিলর আয়েশা রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হাওলাদার।

এ সময় বাজার ব্যবসায়ী ও প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদ মিয়া মাজি, ইউসুফ মাঝি, ছমিদ মুন্সি, নান্নু মোল্লা, আলহাজ আব্দুর রাজ্জাক মোল্লা, সিরাজুল ইসলাম মিজি, মো. জয়নাল আবেদীন মাঝি, আলী হোসেন মাঝি, মিন্টু মাঝি, তাহের মোল্লা, মো. সাত্তার আলী খান, মো. জাহাঙ্গীর আলম, হাজি মো. হানিফ খান, আহম্মদ আলা দেওয়ান, আনোয়ার হোসেন বাদশা, লিটন, মো. সুলতান শেখ, মো. নুরুল আমিন খান, জুয়েল মাঝি, শহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment