স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ সদর আসনে নিজের মনোনয়নপত্র বৈধ হবার পর নেতাকর্মিদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রিয় নেতা ও জেলার আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।এ সময় উপস্থিত চাঁদপুর সদর উপজেলা বিএনপির চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান,বিএনপির নেতা শেখ আব্দুর রশিদসহ নেতৃবৃন্দ ।
তিনি রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর তিনি চাঁদপুর শহরের পুরাণবাজার সফর করেন। এসময় বাড়িতে গিয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হামিদ মাষ্টার ও ১ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারিসহ বিভিন্ন পর্যায়ের দলিয় নেতাকর্মিদের সাথে দেখা করেন এবং সালাম বিনিময় করে দোয়া চান।
এসময় বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।