কাউছুল উল রাব্বি : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের বিভিন্ন নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় ও চাঁদপুর মোলহেডের নৌকার মাঝিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহান।
সোমবার চাঁদপুর টাউন হল মার্কেটের ৩য় তলায় বেলা ১টায় জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যালয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান। সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দস মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষ করে রেদওয়ান খান বোরহান চাঁদপুর মোলহেডের ১নং ঘাট, ভূইয়া ঘাট ও খেয়া ঘাটের প্রায় ২০০ মাঝিদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।