স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নৌ-যান শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনের দ্বিতীয় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টে তা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ বিপ্লব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন জুয়েলের পরিচালনায় বক্তারা বলেন, নৌ-যান শ্রমিকলীগ সরকারিভাবে রেজিষ্ট্রিকৃত বি-২১২৭ সংগঠন। নৌ-যান শ্রমিকলীগের কার্যালয় চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে থাকলেও তা ্এক শ্রেণির অসাধু ব্যক্তিরা দখল করে রেখেছে। আমরা তা উদ্ধার করব। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ে করব। শ্রমিক সংগঠন অনেক শক্তিশালী। আমরা আমাদের দাবি কেন আদায় করতে পারব না। আমরা প্রত্যেক উপজেলায় ও ইউনিয়নভিত্তিক কমিটি দেওয়ার চেষ্টা করব। তাছাড়া বর্তমান সরকারের উন্নয়নমূলক সকল কর্মকাÐে নৌযান শ্রমিকলীগের সহযোগিতা থাকবে। তাছাড়া রাষ্ট্রীয় সকল কার্যক্রমে নৌযান শ্রমিকলীগের সকলের অংশগ্রহণ থাকতে হবে।
এ সময় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ সফিকুর রহমান গাজী, সহ-সভাপতি কামরুল হাসান কাউসার, মুনসুর জিলানী, যুগ্ম সম্পাদক কাজী মোঃ ওমর ফারুক, মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক নূরে আলম নয়ন, অর্থ সম্পাদক মালেক মোল্লা, আইন শ্রমিক আমির হোসেন বেপারী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব খান, ক্রিয়া সম্পাদক মোঃ শাহজালাল মিজি, কার্যকরী সদস্য শেখ ফরিদ সরদার, শুক্কুর আলী সরদার, সৈয়দ সরদার, ওয়াসিম সরদার, মোস্তফা সরদার, সোবহান চোকদার, লিটন বেপারী, গোলাম মুর্তজা, জাহাঙ্গীর আলম গাজী, রহিম ছৈয়াল প্রমুখ।