স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলায় সঠিক মাপের ও নির্ধারিত আকারের ৫০০ জাতীয় পতাকা বিতরণের উদ্যোগে নিয়েছে চাঁদপুর জেলা পরিষদ।
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীর আগেই এসব পতাকা বিতরণের কথা রয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে এসব পতাকা বিতরণ করা হবে। চাঁদপুর জেলা প্রশাসনের মাধ্যমে পতাকা বিতরণের কার্যক্রম পরিচালনা করা হবে।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের কর্মসূচি প্রণয়নের প্রস্তুতি সভায় বিষয়টি উত্থাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি বলেন, জাতীয় দিবসগুলোতে দেখা যায়- নির্ধারিত মাপ ও আকারের বাইরে অনেকেই তাদের ইচ্ছে মতো জাতীয় পতাকা সদৃশ পতাকা উত্তোলন করেন। এছাড়া পতাকা উত্তোলনের ক্ষেত্রে নিয়ম-কানুনও মানা হয়নি। এ সমস্যা সমাধানে জেলা পরিষদের পক্ষ সঠিক মাপের ৫০০ পতাকা প্রদানের প্রস্তাব করেন জেলা পরিষদ চেয়ারম্যান। পাশাপাশি সঠিকভাবে পতাকা উত্তোলনের বিষয়ে মনিটরিং জোরালো করারও পরামর্শ দিয়েছেন তিনি।
সভার সভাপতি জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খাঁন এই উদ্যোগের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। জাতীয় পতাকা বিতরণের এই উদ্যোগকে ‘ইনোভেটিভ আইডিয়া’ উল্লেখ করে এবারের জেলা পর্যায়ের শোক দিবসের কর্মসূচিতেও তা অন্তর্ভুক্তির ঘোষণা দেন জেলা প্রশাসক।