কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়া উদ্দিন ওরফে জুয়েলকে চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও পরিচালক (প্রশাসন) এর যুগ্ম সচিব মো: রমজান আলী স্বাক্ষরিত আদেশে এক আদেশের মাধ্যমে (স্মারক নং পপ/প্র-ই/শৃ শা-২)/৩৫/২০১৮) এ তথ্য জানাগেছে।
তার বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দায়েরকৃত মামলা নং- জি আর ২০৮/২০১৭ (সূত্র চাঁদপুর জেলার কচুয়া থানার মামলা নং ৬) এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে ১০-১২-২০১৭ খ্রি. তারিখে জামিন লাভ করায় বিএসআর ১ম খণ্ডের বিধি ৭৩ অনুসারে তাকে চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এ সাময়িক বরখাস্ত আদেশ ভূতাপেক্ষ ভাবে বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন লাভ করার তারিখ অর্থ্যাৎ ১০ ডিসেম্বর ২০১৭ খ্রি:হতে কার্যকর করা হয়েছে মর্মে গণ্য হবে। তবে অভিযুক্ত জিয়া উদ্দিন জুয়েল বলেন, আমি আমার আপন চাচাতো ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়েছি। তারা আমাকে পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্থ করার লক্ষে আমার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি করছেন।
এ আদেশ প্রাপ্তির সত্যতা স্বীকার করেছেন, কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: সুবর্না রায় তুলি।