স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি (বাউপপসস) চাঁদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে হাইমচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউএফপিএ তন্ময় বর্ণিক, সাধারণ সম্পাদক পদে মতলব দক্ষিন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউএফপিএ মোস্তাফিজুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউএফপিএ মোঃ স্বপন মিজি, অর্থ সম্পাদক পদে ফরিদগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউএফপিএ মোঃ আলমগীর প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত হন।
নির্বাচনে পিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ,এফসি) ডাঃ এম এম গফুর মিয়া।
এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওচমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব সজীবসহ জেলা ও উপজেলার ইউএফপিএ উপস্থিত ছিলেন।